আমার চোখে সীমান্ত সজলের নাটক : সিফাত কবীর
সিফাত কবীর হঠাৎ সীমান্ত সজলের কথা মনে পরে গেছে, কিছু দিন আগেই সুন্দর মনের মানুষটির সাথে আমার পরিচয়, কি অসাধারণ তার কথা,সে তার প্রত্যেকটি শব্দ উচ্চারণ অত্যন্ত পরিপাটি করে পরিবেশন করেন যা আরো সুন্দর ধারনা দেয় এই মানুষটির সম্পর্কে। যাই হোক মূল কথা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ লক্ষ্য করলাম সে কিছুদিন আগেই তার একটি নাটক আমাকে দিয়েছেন দেখার জন্য। আমি ভাবলাম আজ যখন ফ্রি আছি দেখে নেই নাটকটি। কিন্তু দেখতে গিয়ে যে আমার আখি জলে ভিজে যাবে তা ভাবিনি। নাটক শেষে আমার কাজি নজরুলের 'মা'কে নিয়ে লেখা কবিতার ৪টি লাইন খুব মনে পড়ে গেছে "যেখানেতে দেখি যাহা মা-এর মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেহ পাইবে ভাই!" মা শব্দটি মধুর তাই না? জগতে যার এই রত্ন নেই কেবল সেই বুঝে এই মা নামক রত্নের মূল্য। চলুন সীমান্ত সজলের নির্মিত "মা দিবসের" নাটক ''ওগো মা'' নিয়ে কিছু বিষয় জানা যাক। নাটকটি এই বার মা দিবসে বৈশাখী টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। একমাত্র ওগো মা নাটকটিই এইবারের মা দিবসের নাটক ছিল। নাটকটি দেখার পর...