ভিন্ন রূপ ও গল্পে আজ ৭ঃ৪০ মিনিটে মাছরাঙ্গার পর্দায় সজল

রেডিও ১৬ আনা ব্লগ 

'আবার কেনো দেখা হলো' কথা শুনে অনেক কিছুই মনে হতে পারে, আসলে তেমন কিছুই না, এটি একটি নাটকের নাম। আর যেখানে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও মৌসুমি হামিদ। 

নাটক আবার কেনো দেখা হলো রচনা করেছেন আকাশ রঞ্জন সম্পাদনা ও পরিচালনা করেছেন নির্মাতা রবিউল হাসান সোহেল এবং প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরি।


আমরা সবাই জানি সজল একজন রোমান্টিক অভিনেতা, কিন্তু তিনি প্রায় অনেক দিন যাবতই ভিন্ন কিছু কাজ করে চলেছেন, আর এই নাটকটিও সেই ভিন্ন কাজেরই ধারাবাহিকতা বলা চলে। 

নাটকটির গল্প বাস্তব জীবন নিয়েই করা, নাটকটিতে সজল, মৌসুমি ছাড়াও আরো অভিনয় করেছেন ডলি জহুর, জাহাঙ্গীর চৌধুরিসহ আরো অনেকেই। 

রেডিও ১৬ আনা ব্লগের সাথে আলাপকালে সজল বলেন, ভিন্ন ভিন্ন কাজ করতে আমি ভালোবাসি , আর এই নাটকটিও আমার কাছে একটু ভিন্ন গল্প মনে হয়েছে। আশা করছি আমার ভক্তরা পছন্দ করবে। 

'আবার কেনো দেখা হলো' নাটকটি আজ রাত ৭ঃ৪০ মিনিটে মাছরাঙ্গার পর্দায় দর্শকরা দেখতে পাবেন।

Comments