দর্শকদের মন ছুঁয়েছে শিরিন-পাবেলের 'পিরীতির নেশা' (ভিডিওসহ)

রেডিও ১৬ আনা- 

শিরিন-পাবেলের 'পিরীতির নেশা' গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে অক্টোবর মাসে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গানটির জনপ্রিয়তা যেনো কোনো ভাবেই থামছেই না। 


কেনও থামছেনা পিরীতির নেশা গানটির জনপ্রিয়তা তা জানতে হলে অবশ্যই আপনাদের শুনতে হবে পুরো গানটি, তবেই বুঝতে পারবেন। গানটি গেয়েছেন শিরিন ও পাবেল, লিরিক, টিউনিং এবং কম্পোজ করেছেন আভ্রাল সাহির। 

মিউজিক ভিডিওটির লোকেশন থেকে সুর সব কিছুই ছুঁয়েছে দর্শকদের মন। ইতিমধ্যে ইউটিউবে গানটি ৪ লক্ষ্য ৩৭ হাজার ৬০০ শত ৬৩ বার শুনা হয়েছে, কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, গানটির সুর যেনো তারা কোনো ভাবেই মন থেকে আলাদা করতে পারছেননা তারা, অবচেতন মনেই গুন গুন করে গেয়ে চলেছেন 'কাটিবেনা পিরীতির নেশা, এ কেমন পিপাশা'।

রেডিও ১৬ আনার লিসেনার্সদের জন্য এই সপ্তাহ থেকে গানটি অবশ্যই প্লে লিস্টে থাকছে। শুনে নিন মিউজিক ভিডিওটি একবার...


Comments