বেইমান মাইয়া নিয়ে আমার রিভিউ : সিফাত কবীর
সিফাত কবীর।
এবারের ঈদ যে একভাবে ইউনিক তা কিন্তু বলতে বা বুঝতে বাকি নেই। সকালে উঠে নামাজ পরেছি ঘরেই। কেমন যেন একটা অদ্ভুত ফিল। নেই বাড়তি কোন আমেজ। কি করবো ভাবছিলাম, হঠাৎ কর্মহীন হয়ে একসাথে এত দিন ঘরবন্দি হয়ে থাকতে হয়নি। যাই হোক এইসব করতে আর দেখতে দেখতে হঠাৎ ফেসবুকের দেয়ালে ভেসে উঠলো খন্দকার বাপ্পির গাওয়া 'বেইমান মাইয়া' গানটির পুরো ভার্সন।
মজার কথা হলো গানটির টিজার রিলিজের সময় থেকেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করেছিল গানটির প্রতি। যদিও আমি বাপ্পির এর আগে একটি গান শুনেছিলাম। তাছারা সত্যি বলতে আমি তার আগে এই শিল্পিকে চিনতাম না। যেকোনো একটি ভালো কাজের মাধ্যমে আমার তাকে চেনা এবং জানা। মানুষ হিসেবে সে অত্যন্ত দারুণ। মনটি বেশ নরম। ভদ্রতো অবশ্যই।
মূল কথায় ফেরা যাক। বেইমান মাইয়া গানটি লিখেছেন অনুরুপ আইচ। গানটি বেশ ভালোই সারা পেয়েছে। তাই আমিও ভাবলাম কাজ নেই তাই আগের মত আবার চেষ্টা করি রিভিউ লেখার। যেই ভাবা সেই কাজ। শুনেছি পুরো গানটি এবার আমি তার কিছু দিক বলছি।
লিরিকঃ ৩/৫
সুরঃ ৪/৫
ভিডিওঃ ২.৫/৫
টিজারঃ ৪.৫/৫
ভিজুয়াল কোয়ালিটিঃ ৩.৫/৫
অভিনয়ঃ ৩/৫
লিরিকে আমি ৩ দিয়েছি তার কারন, লিরিক আমার কাছে মনে হয়ে একই ধাচের এবং প্রেম, ধোকা এই ধরনের। নতুন কিছু শুনিনি। কিন্তু প্লাস পয়েন্ট হলো এই লিরিকটি মাসালা টাইপ, এই যুগের তরুনদের খুব টানবে। তরুনরা খুব এঞ্জয় করবে। অতয়েব, নিঃসন্দেহে গতানুগতিক হলেও আমার কাছে খুব বেশি মন্দ মনে হয়নি।
সুর খুবই ভালো হয়েছে। বেইমান মাইয়ার যে লাইনটি সেটি আসলেই মনে ধরেছে আমার। এবং সকলেরই মনে ধরবে আশা করছি।
আশা করবো গানটির নতুন কোন ভিডিও আমরা দেখতে পাবো, শিঘ্রই। ভিডিও আমার কাছে মাঝামাঝি মনে হয়েছে।
টিজার আমার কাছে মারাত্মক রকমের ভালো লেগেছিল। যার কারনেই আমি খুব করে চাইছিলাম গানটি শুনতে। এক কথায় আমি মুগ্ধ টিজারে।
ভিজুয়াল কোয়ালিটিতে আমি বলবো। কিছু বাহিরের সিনারি যোগ হয়েছে যা আমার চোখে লেগেছে। আমার কাছে মনে হয়েছে শিল্পি বাপ্পিই যদি পুরো গানজুড়ে থাকতো সেটিই ভালো হতো।
অভিনয়ে আমি শুরুতেই বলবো বাপ্পি খুব ভালো গেয়েছেন এবং এক্সপ্রেশন ভালো দিয়েছেন। কিন্তু কিছু জায়গায় এনজি শট হয়েছে। যা চোখে লেগেছে। কিন্তু এডিটিং এর ফলে তা ততটা বুঝা যায়নি। ওভারঅল সব ভালো ছিল।
এডিটিং করোনা প্রেক্ষাপট বিবেচনায় যথেষ্ট ভালো হয়েছে।
সব মিলিয়ে দুর্দান্ত একটি গান উপভোগ করতে পারবেন ভিউয়ার্সরা। আমি নিজের মতামততো দিয়েই দিলাম তারপরেও বলবো, আমার কাছে ভালো লেগেছে। আমি নিজেও গুনগুন করেছি গানটি।
Sifat Kabir
Comments
Post a Comment