'কুঁচ বরণ কন্যা' রিলিজের পরেই কেনো সজলের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক !
রেডিও ১৬ আনা নিউজ-
আব্দুন নূর সজল প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। তিনি দেশের একজন সুপারস্টার ও বটে, রোমান্টিক নাটকের পাশাপাশি অ্যাকশন, সামাজিক, থ্রিলার নাটক দিয়েও তিনি দর্শক মাতিয়ে চলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব নন রোমান্টিক খ্যাত এই অভিনেতা। তবে বন্ধু, স্বজন ও ভক্তদের জন্য তিনি ফেসবুক ব্যাবহার করেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার ১২টার পরে সজল জানতে পারেন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টি হ্যাক হয়েছে।
রেডিও ১৬ আনা ব্লগের সাথে আলাপকালে সজল বলেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর তিনি জানতে পারেন তাঁর মায়ের কাছ থেকে। যদিও ৮ ঘন্টা পরে তার ফেসবুক আইডিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তাই সজল এখনও এ নিয়ে শঙ্কায় রয়েছেন।
তিনি বলেন, অ্যাকাউন্ট হ্যাক করে নানাভাবে জটিলতা সৃষ্টি করা যায়। হ্যাকাররা আমার ফেসবুক বন্ধু ও পেজের ভক্তদের বিভ্রান্ত করতে পারে। তাই বিষয়টির ব্যাপারে আমি সবাইকে দ্রুত অবগত ও সতর্ক করছি। হ্যাকাররা যেন কোনোভাবেই আমার পরিচিতজন কিংবা ভক্তদের কাছ থেকে কোনো সুবিধা নিতে না পারে।
সম্প্রতি নুঝহাত আলভী আহমেদ পরিচালত সজল-মমর অভিনত নাটক 'কুঁচ বরণ কন্যা' রিলিজ পেয়েছে। দর্শক মহলে নাটকটি বিশাল সাড়া ফেলেছে।
Comments
Post a Comment