ইউটিউব মাতিয়ে চলেছে 'কুঁচ বরণ কন্যা'
রেডিও ১৬ আনা-
প্রিয়
মানুষটিকে খুশি করতে কত কিছুইনা করতে হয় কখনো ভালোবাসার মেসেজ পাঠিয়ে
কখনো বা মজার মজার কথা বলে, আর সেই মানুষটিকেই যদি আমরা মন থেকে অপছন্দ করি
তখন ? অথবা ধরুন মেয়েটি যদি কালো হয়?
কথায় আছে এক ছাঁদের নীচে যদি দুই ব্যাক্তি বসবাস করে তবে নাকি ভালোবাসা
হয়েই যায় এক সময়। তাই নয় কি ? এটাইতো হওয়া স্বাভাবিক।
আর
এইবার সেই বাস্তবকেই অসাধারণ ভাবে টিভির পর্দায় তুলে এনেছেন রোমান্টিক
খ্যাত অভিনেতা আব্দুন নুর সজল। নুজহাত আলভী আহমেদ এর পরিচালনায় 'কুঁচ বরণ
কন্যা' নাটকটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে, অসাধারণ সব কমেন্টস
এবং ভিউ পাচ্ছে। নাটকটিতে সজলের পাশাপাশি অভিনয় করেছেন জাকিয়া বারি মম এবং
জিয়াউল হাসান কিসলু।
গল্পটি
সাজানো হয়েছে একটি কালো মেয়েকে নিয়ে। আচ্ছা কালো বলে কি একটি মেয়ের
ভালবাসার অধিকার নেই ? বা শহুরে না বলে কি ভালবাসতে পারবে না? এই সব
প্রশ্নের উত্তর আর সজলের চখের দুই ফোটা জল দর্শকদের তাদের সকল প্রশ্নের
উত্তর জানিয়ে দিবে আর সজলের পরীক্ষিত ভক্তরা তো আছেনই। 'কুঁচ বরণ কন্যা'
নাটকটি ইতিমধ্যে দর্শকরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন, দেখেছেন এবং দর্শকদের
কাঁদাচ্ছেন।
নুজহাত আলভী আহমেদ এর পরিচালনায় 'কুঁচ বরণ কন্যা' নাটকটি রিলিজ পেয়েছে চ্যানেল আই তে ।
Comments
Post a Comment