সমাজের বখাটে ছেলেদের কথা মাথায় রেখে নির্মিত হচ্ছে চেঞ্জ : সাগর
রেডিও ১৬ আনা নিউজঃ
রাত পোহালেই ষ্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জেসিএমএস ডিপার্টমেন্টের সকল শিক্ষক- ছাত্র ছাত্রীরা মেতে উঠবে জেসিএমএস চলচিত্র উৎসব ২০১৭ এর জন্য। এই উৎসবটিকে ঘিরে যেনো পরিকল্পনার কোনো শেষ নেই। দিন রাত জেসিএমএস মিডিয়া ক্লাবের কর্মীরা সকলে এক যোগে কাজ করে যাচ্ছে উৎসবটিকে পরিপুর্ন একটি রূপ দেয়ার জন্য।
আর এই উৎসবটিকে একটি পরিপুর্ন রূপ দিতে, রেডিও ১৬ আনার প্রযোজনায় নির্মিত হচ্ছে একটি স্বল্প দৈর্ঘ্য চলচিত্র 'চেঞ্জ'। চলচিত্রের গল্পটি লিখেছেন রেডিও ১৬ আনার সদস্যরাই, এবং পরিচালনা করছেন মোহাম্মদ মোশারোফ হোসেন সাগর।
এই চলচিত্রের মাধ্যমেই রেডিও ১৬ আনা প্রথমবারের মত সকলের সামনে তুলে ধরছেন দুই জন নতুন অভিনেতা এবং অভিনেত্রীকে।
পরিচালক মোহাম্মদ মোশারোফ হোসেন সাগরের সাথে কথোপকথন কালে জানা গেছে চেঞ্জ গল্পটি আসলে লেখা হয়েছে সমাজের কিছু বখাটে ছেলেদের কথা মাথায় রেখে, যাদের হাতে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে কোনো না কোনো নারী।
তিনি আরও বলেন "এই বিষয়ে আর বেশি কিছু বলছি না, বাকিটা ১২ই ডিসেম্বর সকলেই দেখতে পাবেন, চলচিত্র উৎসবটির সময়েই, এ ছাড়া ফারহানা মিতু মিত্তি এবং তপু কবির কে প্রথমবারের মতো রেডিও ১৬ আনার ব্যানারে আমরা ক্যামেরার সামনে আনতে যাচ্ছি। দোয়া করবেন সকলেই আমাদের জন্য যেনো কাজটিতে আমরা সফল হতে পারি"
চেঞ্জ ছবিটির শুটিং শুরু হচ্ছে ২২ নভেম্বর ২০১৭ থেকে, শুটিংটি হবে ধানমন্ডি এবং তার আশপাশের কিছু লোকেশনে।
Comments
Post a Comment