ঢাকার যানজট থেকে রক্ষা পেলেন না সজল, শুটিং শেষে ২ ঘন্টা রাস্তায় বন্ধি!

রেডিও ১৬ আনা নিউজঃ- 

ঢাকার রাস্তায় এত ট্র্যাফিক জ্যাম কেন? আর এর সমাধানই বা কী? এই প্রশ্ন করলে রাজধানীর শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত প্রত্যেকের কাছেই কোনো না কোনো জবাব পাবেন আপনি৷ সমস্যাটা সবাই জানেন আর কারোর কাছেই এর সঠিক সমাধান নেই বললেই চলে।


আর আজ সেই যানজট থেকে রক্ষা পাননি রোমান্টিক খ্যাত অভিনেতা আব্দুন নূর সজল। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সন্ধার আগে নাটকের শুটিং শেষে বাড়ি ফিরার পথে তেজগাঁ ফ্লাইওভারে ২ ঘণ্টারও অধিক সময় ধরে এই যানযটে আটকা ছিলেন  সজল। পাশে ছিলেন অভিনেত্রী ভাবনা।


কাজের ফাঁকে এক সংবাদদাতার সাথে আলাপকালে সজল বলেন "আসলে এই যানজট থেকে আমাদের মুক্তি কবে হবে? আমরা কি তা আসলে জানি? খুব দ্রুত আমাদের এই ব্যাপারে কিছু করতে হবে।"

তিনি আরও জানান কি আর করার ছিলো শেষ পর্যন্ত নিজেরা গাড়ি থেকে বের হয়ে আমি আর ভাবনা রাস্তার পাশে বসে থাকতে বাধ্য হয়েছি। এ ছাড়া কোনো উপায় ছিল না কতক্ষণই বা বসে থাকা যায় ? যাই হোক এতো কষ্ট করে কাজ করছি দর্শকদের জন্য এবং ধন্যবাদ দর্শকরাও আমার কাজ পছন্দ করছেন।

আশা করছি 'সন্ধার আগে' নাটকটি আপনারা অবশ্যই দেখবেন।

Comments