‘পূজার ডায়েরী’ নিয়ে ফিরছেন দর্শকপ্রিয় জুটি সজল-সারিকা

রেডিও ১৬ আনা নিউজ-

সকলের ভালবাসার এক নাম আবদুন নূর সজল যিনি ক্যামেরার সামনে অল্প,স্বল্প এবং বিস্তর রূপে দেখা দিয়ে থাকেন। এই অভিনেতার ব্যস্ততার কমতি নেই। ঠিক তেমনি অপর দিকে দেশের জনপ্রিয় অভিনেত্রী সারিকা, আর এই দুইজন যখন একসাথে দর্শকদের সামনে আসে তখন তো আর কথাই নেই। তা দর্শকদের মন অবশ্যই কেড়ে নিবে। এবং বলতে বাঁধা নেই যে এই জুটি দেশের অন্যতম সফল এবং দর্শকপ্রিয় জুটি।

ঈদের পর ব্যস্ত সময় পার করছেন সফলতম এই জুটি সজল এবং সারিকা। আর সেই ব্যস্ততার ধারাবাহিকতায় এবার ‘পূজার ডায়েরী’ নামে একটি নাটকে অভিনয় করলেন দুইজন। নাটকটি পরিচালনা করেছেন শুভ। নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জে। নাটকটির গল্প সাজানো হয়েছে উচু এবং নিচু বংশের সমীকরণ নিয়ে। 
এতে অভিনয় প্রসঙ্গে সজল রেডিও ১৬ আনা নিউজকে বলেন, ‘নাটকটির গল্প চমৎকার। আশা করি আগের মতো এ নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে। তাছাড়া অনেক দিন পর সারিকার সাথে এক সঙ্গে কাজ করা, আমার আর সারিকার জুটি দর্শক এমনিতেও অনেক পছন্দ করে।’ 

সারিকা বলেছেন, ‘আশা করছি নাটকটি দর্শকরা দেখার পরই বুঝতে পারবেন। কতটা ভালো গল্প এটি।’ 

‘পূজার ডায়েরী’  নাটকটি এটিএন বাংলা চ্যানেলে আজ রাত ৮ঃ৪৫ মিনিটে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।


সজল সারিকার আলোয় কতটুকু আলোকিত হলো ‘পূজার ডায়েরী’ দেখা যাবে টিভি পর্দায়। আপাতত অপেক্ষা। সমীকরণ মেলানো যাবে নাটক দেখার পর!

Comments