এবার সাহাবীদের জীবনী নিয়ে সিনেমা বানাবেন অভিনেতা অনন্ত জলিল

রেডিও ১৬ আনা নিউজঃ 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এবার সাহাবীদের জীবনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। গত শনিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘বাংলাদেশ নাইট ২০১৭’ আয়োজনের মঞ্চে এই ঘোষণা দেন তিনি। 

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি আপনাদের কাছ থেকে দূরে যেতে চাই না। ইসলামি ভাবধারায়ও চলতে চাই। তাই আমার পরিকল্পনা হল, সাহাবীদের জীবনী নিয়ে একটি ফিল্ম আপনাদের উপহার দেব। এটি ইতিহাস হয়ে থাকবে।’ একই মঞ্চে প্রবাসীদের ইসলামের দাওয়াত দেন অনন্ত জলিল। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যখন দেশের বাইরে থাকেন, তখন দেশের কথা আরো ভালো মনে হয়। প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা যারা আছেন তারা সবাই নামাজি মানুষ। 

আমরা ইনশাআল্লাহ্ ইসলামী লাইনে থাকবো। কাজে ব্যস্ত তো থাকবো, তবে পাঁচ ওয়াক্ত নামাজও পড়বো।’ উল্লেখ্য, ‘বাংলাদেশ নাইট ২০১৭’ অনুষ্ঠানটিতে অনন্ত জলিল ছাড়াও মঞ্চ মাতান জেমস ও তার ব্যান্ড ‘নগর বাউল’, ‘অর্থহীন’ ব্যান্ডের বেজবাবা সুমন, ডি রকস্টার শুভ এবং ডিজে রাহাত। দর্শকরা সকলের পরিবেশনা উপভোগ করেন।

Comments