সাংবাদিকের জামার কলার ধরে চড়-থাপ্পড় পুলিশের
রেডিও ১৬ আনা নিউজ-
রাজধানী ঢাকার মৎস্য ভবনের সামনে নাসির উদ্দিন নামের এক সাংবাদিকের কলার ধরে প্রকাশ্যে মারধর করে মুস্তাইন নামের এক ট্রাফিক সার্জেন্ট।
জানা যায়, জাতীয় প্রেসক্লাব থেকে অফিসে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে ট্রাফিক সার্জেন্ট মুস্তাইন নাসিরকে আটকে গাড়ির কাগজপত্র দেখতে চান। নাসিরের গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও হেলমেট না থাকায় সার্জেন্ট তখন মামলা দিতে চায়। তখন নাসির মামলা না দেওয়ার অনুরোধ করলেও তিনি শোনেননি এবং মামলা দেন। পরে নাসির ব্যাগ থেকে ক্যামেরা বের করার সঙ্গে সঙ্গে তার জামার কলার ধরে চড়-থাপ্পড় মেরে পুলিশ বক্সে নিয়ে যান।
নাসির বলেন, ‘তিন-চারদিন আগে আমার হেলমেট চুরি হয়েছে বলে আমি জানাই। বেতন পেলে কিনব। কিন্তু তিনি কোনো কথা না শুনেই আমাকে মামলা দেন।’
তিনি বলেন, ‘আমি নাকি হলুদ সাংবাদিক। এ সময় আমি ব্যাগ থেকে ক্যামেরা বের করতে চাইলে তিনি আমার হাত থেকে ক্যামেরা নিয়ে আরেক পুলিশ কর্মকর্তাকে দেন এবং আমাকে মারধর করেন। পরে সিনিয়র সাংবাদিকরা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‘এ ঘটনার পর ট্রাফিক-দক্ষিণের সহকারী কমিশনার (এসি) আমার নির্দেশনায় ঘটনাস্থলে তদন্তের জন্য যান। প্রাথমিক তদন্তে সার্জেন্ট মুস্তাইনের ‘অসৌজন্যমূলক আচরণ’ পাওয়া গেছে। এজন্য তাকে ক্লোজ করা হয়েছে।’
পূর্ণাঙ্গ তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিফাত রহমান শামীম।
Borgata Hotel Casino & Spa - Mapyro
ReplyDeleteFind the perfect Borgata Hotel 경산 출장샵 Casino & Spa 남양주 출장마사지 in Atlantic City, NJ. See 9 동해 출장샵 photos and 2 tips from 746 사천 출장마사지 visitors to 정읍 출장샵 Borgata Hotel Casino & Spa.