১০ জন তরুণ-তরুণী নিচ্ছে রেডিও ১৬ আনা।
রেডিও ১৬ আনা নিউজঃ
রেডিও ১৬ আনা একটি পরীক্ষামূলক সোশ্যাল মিডিয়া রেডিও, এটি সোশ্যাল মিডিয়ায় লাইভ প্রোগ্রামের (আডিও এবং ভিডিওর) মাধ্যমে সকল বার্তা প্রকাশ করে, রেডিও ১৬ আনা পুরোপুরি একটি দক্ষ রেডিওর আদলে গড়া।
রেডিও ১৬ আনা পল্লী গান, লালন এবং বাংলা ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। রেডিও ১৬ আনা পরিবার মনে প্রাণে বিশ্বাস করে আমার দেশ আমার গর্ব, গ্রাম বাংলা আমার ঐতিহ্য। রেডিও ১৬ আনা ১০০ ভাগ স্বাধীনতায় বিশ্বাসী। আমাদের মূল এবং প্রধান লক্ষ্য গ্রাম বাংলার আওয়াজ, গ্রাম বাংলার মানুষের আওয়াজই আমাদের প্রধান শক্তি।
১০ জন তরুন-তরুনিদের নিয়ে আমরা পরীক্ষামূলক কাজ শুরু করতে যাচ্ছি। চাইলে আপনিও রেডিও ১৬ আনার সাথে থাকতে পারেন। যারা ইচ্ছুক আছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন।
আপনি যা পাচ্ছেন এবং পাচ্ছেন নাঃ
- একটি প্রেস কার্ড দেয়া হবে।
- কাজের কোনো চাপ নেই।
- ৪ মাস পরীক্ষামূলক কাজ, ঘড়ে বসেই, কোনো সেলারি নেই।
- আমাদের সাথে জয়েন করার পর সব বুঝিয়ে দেয়া হবে মিটিং এর মাধ্যমে।
আপনাকে যা যা করতে হবেঃ-
- লিখতে ভালোবাসেন
- মিডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী
- অবশ্যই ফেসবুকে একটিভ থাকতে হবে।
- লাইভ প্রোগ্রাম করার ইচ্ছা।
- বাংলাদেশের কালচার নিয়ে কাজ করার ইচ্ছা।
- এক্টিভ হতে হবে
কাজ শুধুই ফেসবুকের মাধ্যমে।
লোকেশনঃ ঢাকার হতে হবে।
যোগাযোগ করুন
রেডিও ১৬ আনা
ইমেইলঃ radio16aana@gmail.com
ফোনঃ +8801910974662/+8801626457272
অফিসিয়াল ফেসবুক পেইজঃ https://www.facebook.com/radio16aana
অফিসিয়াল টুইটার পেইজঃ https://twitter.com/radio16aana
Comments
Post a Comment