সংসার ভাঙার গল্প নিয়ে তৈরি হলো সজল সুমাইয়ার 'ভালোবেসে ভালোবাসা'

রেডিও ১৬ আনা নিউজ- 

'জীবনের চাকা সব সময় একই ভাবে চলে না, তেমনিই মানুষের সংসার জীবনও সমান ভাবে চলে না।'

কেমন হয় যদি আপনার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী এমনই জীবনের বাস্তব চিত্রটি আপনার সামনে তুলে ধরে? হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনার এবং দেশের সকলের প্রিয় জুটি আব্দুন নূর সজল এবং সুমাইয়া শিমুর কথা। দর্শকদের এই প্রিয় জুটি আবারো একসাথে আসছে 'ভালোবেসে ভালোবাসা' নামের একটি ভিন্নধর্মী গল্প নিয়ে।

জানা গেছে সম্প্রতি উত্তরার 'আপন ঘর ২' শুটিং হাউসটিতে এই নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন  আহসান হাবিব সকাল এবং পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামিম। বাস্তব জীবনের এক চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকটিতে।

সংসার জীবনের কিছু মান অভিমান, এবং অতীত নিয়ে এক ভিন্ন রুপে তৈরি হয়েছে এই নাটক। যা প্রচার করা হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এতে সজল সুমাইয়া ছাড়াও আরও অনেক গুনি অভিনেতারাও অভিনয় করেছেন। 

Comments