আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল নাইনে সজল তিশার ‘দেখাদেখি’
নিউজ রেডিও ১৬ আনা-
আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা সজল। রোমান্টিক বা শহুরে গল্পের অভিনেতা হিসেবেই তিনি পরিচিতি কিন্তু তিনি ইতিমধ্যে প্রমান করছেন তার অভিনয় দক্ষতাকে। সে ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল নাইনে সজল তিশাকে দেখা যাবে ‘দেখাদেখি’ নামের নাটকে।
আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা সজল। রোমান্টিক বা শহুরে গল্পের অভিনেতা হিসেবেই তিনি পরিচিতি কিন্তু তিনি ইতিমধ্যে প্রমান করছেন তার অভিনয় দক্ষতাকে। সে ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল নাইনে সজল তিশাকে দেখা যাবে ‘দেখাদেখি’ নামের নাটকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
নির্মাতা আরেফিন অমি বলেন, ‘রাহাকে তার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। একেক দিন একেক ছেলের সঙ্গে দেখা করছে কিন্তু কোনো ছেলের লুক, কারো হাইট আবার কারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় না। মোট কথা কোনো ছেলেকেই ভালো লাগছে না তার। রাহা এমন একজন ছেলে খুঁজছে যে তার স্বামীর চেয়ে ভালো বন্ধু হবে।
গল্পে দেখা যাবে, অন্যদিকে মায়ের চাপে ইমন নামে একটি ছেলে রাহার মতোই একেক দিন একেক মেয়ে দেখে বেড়াচ্ছে কিন্তু তারও কাউকেই পছন্দ হচ্ছে না।
ইমনের মা আর রাহার বাবা পূর্ব পরিচিত। ঘটনাক্রমে বিয়ের জন্য রাহা ও ইমনকে দেখানো হয়। ইমনকে দেখেই রাহার পছন্দ হয় কিন্তু ইমন খুব রিজার্ভ টাইপের।
সে বাইরের জাংক ফুড খায় না, বৃষ্টিতে ভিজে না, নো পার্টি, নো ফুর্তি টাইপের ছেলে। ইমন ও রাহা একে অপরকে কিছুদিন সময় দিলে রাহা ইমনকে বলে তুমি অনেক রিজার্ভ আমি আসলে একটু ফ্রেন্ডলি হাসবেন্ড চাই। তখন ইমন তার আসল রূপ দেখায়। এরপর গল্পে যোগ হয় নতুন মাত্রা।’
গল্পের রাহা চরিত্রটি রূপায়ন করেছেন তানজিন তিশা। আর ইমন চরিত্রে দেখা যাবে সজলকে। নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
Comments
Post a Comment