'চেনা অচেনা' থেকে সজলের 'আপন পর' সবই ভক্তদের জন্য
রেডিও ১৬ আনা নিউজঃ
এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে পুরোটা সময় জুড়ে অভিনেতা সজল ছিলেন তার ভক্তদের সাথে। আর সেই ধারাবাহিকতায় আজও বিভিন্ন টিভির পর্দায় দেখা যাবে এই অভিনেতা কে।
আজ রাত ৯ঃ৩৫ মিনিটে দেশ টিভিতে দেখা যাবে সজলের "টু বি অর নট টু বি" এর শেষ পর্ব রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল, অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিলয় ও মৌসুমি হামিদ।
সন্ধ্যা ৬ টায় এটিএন বাংলার বিশেষ নাটক "চেনা অচেনা" রচনা করেছেন শ্রাবণী ফেরদৌস ও পরিচালনা করেছেন শুভ্র খান। নাটকটিতে অভিনয় করেছেন সজল, শখ, তানভির এবং আরও অনেকে।
মাছরাঙা চ্যনেলে এ রাত ১১:৫৫ মিনিটে চয়নিকা চৌধুরীর "এলোমেলো ইচ্ছে গুলো" রচনা ফারিয়া হোসেন অভিনয় সজল,স্নিগ্ধা, এবং অতিথি শিলপী সামিয়া অথই। সম্পাদনা করেছেন রাতুল রাহি ও ডিওপি ছিলেন জুয়েল।
আহসান হাবিব সকালের রচনা ও প্রজ্ঞা নীহারিকার পরিচালনায় আজ রাত ১১ টা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ‘আপন পর’ এই একক নাটকটিতে সজল ছাড়াও আরো অভিনয় করেছেন হাসান ইমাম, অর্ষা,বড়দা মিঠু ও মিলি মুন্সী। নাটকটির গল্পে দেখা যাবে, একদিন হঠাৎ করে বাড়িতে চুরি হয়। চোর বাড়ির পুরনো তৈজসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির সমস্ত দায় এসে পড়ে কিরণের ওপর। আফসারের একমাত্র ছেলে সোহেল খান ও তার স্ত্রী পামেলা কিরণকে পুলিশে দিতে চায়। কিন্তু বাঁধা দেয় সোহেলের মেয়ে রায়না ও বাবা আফসার। বিশেষ কোন কারণে সোহেল কিরণের উপর মহাবিরক্ত। তাই কিরণের কাছে সে দৈনন্দিন খরচের হিসাব চায়। নানারকম কথা বলে। অন্যত্র পাঠিয়ে দেয়ার হুমকি দেয়। এমতবস্থায় আফসার জানিয়ে দেয় যতদিন সে জীবিত আছে, ততদিন কিরণকে কেউ কোথাও নিয়ে যেতে পারবেনা।
সন্ধ্যা ৬ঃ২০ মিনিটে ফেরদৌস হাসান রানার পরিচালনায় ১০০% প্রেম এর শেষ পর্ব দেখতে পাবেন ইটিভিতে এবং গাজী টিভিতে 'আমি প্লাস তুমি'।
সন্ধ্যা ৬ঃ২০ মিনিটে ফেরদৌস হাসান রানার পরিচালনায় ১০০% প্রেম এর শেষ পর্ব দেখতে পাবেন ইটিভিতে এবং গাজী টিভিতে 'আমি প্লাস তুমি'।
সব কিছু মিলিয়ে যেনো এই ঈদটি ছিল সজল ভক্তদের জন্য বেশ আনন্দের।
Comments
Post a Comment