শুরু হচ্ছে রেডিও ১৬ আনার অপেক্ষিত শো "লাভ ষ্টেশন"

রেডিও ১৬ আনা নিউজঃ 

রেডিও ১৬ আনা বাংলাদেশের প্রথম রেডিও যা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করছে এবং সকল তরুনদের এক ছাঁদের নিচে আনতে একযোগে কাজ করে যাচ্ছে। 

রেডিও ১৬ আনার প্রধান লক্ষ্য গ্রাম বাংলার মানুষের জন্য কাজ করা, সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে আমরা ইতিমধ্যে "বাউল মেলা" নামক এক প্রোগ্রামের আয়োজন করেছি যা তরুণদের আকর্শনের কেন্দ্র হয়ে উঠেছে। প্রগ্রামটি প্রতি শনিবার রাত ১০ঃ০০টা থেকে শুরু হয়।

সেই লক্ষ্যে এগিয়ে যেতে, এই বার SN fashion house এর প্রযোজনায় রেডিও ১৬ আনা "Love Station" নামক আর এক প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে তরুণদের পছন্দ, অপছন্দ নিয়ে আড্ডা দেয়া হবে এবং তাদের দেশ এবং দেশের কালচারকে ভালোবাসার জন্য উৎসাহিত করা হবে।


SN fashion house এর মালিক উম্মে হাবিবা নিশা এসএন ইতিমধ্যে তার ফেসবুক গ্রুপে প্রচার প্রচারণা চালিয়েছেন। যার মাধ্যমে প্রকাশ পেয়েছে যে তিনি নিজেও অনেক আনন্দিত রেডিও ১৬ আনার সাথে কাজ করতে পেরে। 

Sn fashion house presents "Love Station" প্রোগ্রামটি ফেসবুক লাইভ এর মাধ্যমে সকলে উপভোগ করতে পারবেন, এবং চাইলে যে কেউ ফোন কলের মাদ্ধমেও সরাসরি প্রোগ্রামে জয়েন করতে পারবে। প্রোগ্রামটি আজ রাত ১০ঃ০০ টায় শুরু হতে যাচ্ছে। যেই ভাবে
প্রগ্রামটি শুনতে পাবেন...


আমাদের ফেসবুক পেইজেই দেখতে পাবেন https://www.facebook.com/radio16aana/ ।







Comments