আমি "কাটা রফিক" আসছি আজ রাত ৮ঃ৪৫ মিনিটে
রেডিও ১৬ আনা নিউজ-
রোমান্টিক অভিনেতা হিসেবেই তিনি পরিচিত ভক্তদের কাছে, তিনি আর কেউ নয় সকলের প্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
সে ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রাত ৮ঃ৪৫ মিনিটে দেশ টিভিতে দেখা যাবে সজল তিশার "কাটা রফিক" নামের বিশেষ নাটকটি।
রোমান্টিক অভিনেতা হিসেবেই তিনি পরিচিত ভক্তদের কাছে, তিনি আর কেউ নয় সকলের প্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
সে ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রাত ৮ঃ৪৫ মিনিটে দেশ টিভিতে দেখা যাবে সজল তিশার "কাটা রফিক" নামের বিশেষ নাটকটি।
নাটকটিতে রফিক চরিত্রে অভিনয় করেছেন সজল আর তার নায়িকা হয়ে অভিনয় করছেন সকলের প্রিয় তানজীন তিশা। এছারাও ডন হক, আব্দুল্লাহ রানা, মোশারফ হোসেনসহ এবং আরও অনেকেই অভিনয় করেছেন।
শেখ সেলিমের পরিচালনায় "কাটা রফিক" নাটকটি বাংলাদেশ টেলিভিশন নাটকে একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করছি।
Comments
Post a Comment