আজ রাতে সজল পুর্নিমার বিশেষ টেলিফিল্ম ‘অন্ধজনে অন্ধক্ষনে’
রেডিও ১৬ আনা নিউজ-
আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা সজল। রোমান্টিক বা শহুরে গল্পের অভিনেতা হিসেবেই তিনি পরিচিতি কিন্তু তিনি ইতিমধ্যে প্রমান করছেন তার অভিনয় দক্ষতাকে। সে ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রাত ১১ঃ৫০ এ মাছরাঙা চ্যানেলে সজল পুর্নিমাকে দেখা যাবে ‘অন্ধজনে অন্ধক্ষনে’ নামের বিশেষ টেলিফিল্মে।
টেলিফিল্মটি রচনা করেছেন ইউসুফ আলি এবং প্রযোজনা করেছেন রুমান রুনি। টেলিফিল্মটিতে সজল পুর্নিমা ছাড়াও আরও অভিনয় করেছেন জয়রাজ, পলাশসহ আরও অনেকেই...
আশা করাই যাচ্ছে সজল ভক্তদের জন্য টেলিফিল্মটি হবে ঈদের বিশেষ উপহার। আজ রাত ১১ঃ৫০ এ মাছরাঙার পর্দায়।
আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা সজল। রোমান্টিক বা শহুরে গল্পের অভিনেতা হিসেবেই তিনি পরিচিতি কিন্তু তিনি ইতিমধ্যে প্রমান করছেন তার অভিনয় দক্ষতাকে। সে ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রাত ১১ঃ৫০ এ মাছরাঙা চ্যানেলে সজল পুর্নিমাকে দেখা যাবে ‘অন্ধজনে অন্ধক্ষনে’ নামের বিশেষ টেলিফিল্মে।
টেলিফিল্মটি রচনা করেছেন ইউসুফ আলি এবং প্রযোজনা করেছেন রুমান রুনি। টেলিফিল্মটিতে সজল পুর্নিমা ছাড়াও আরও অভিনয় করেছেন জয়রাজ, পলাশসহ আরও অনেকেই...
আশা করাই যাচ্ছে সজল ভক্তদের জন্য টেলিফিল্মটি হবে ঈদের বিশেষ উপহার। আজ রাত ১১ঃ৫০ এ মাছরাঙার পর্দায়।
Comments
Post a Comment