‘প্রিয়তমেষু’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল

রেডিও ১৬ আনা নিউজঃ- 

সকলের ভালবাসার এক নাম আবদুন নূর সজল যিনি ক্যামেরার সামনে অল্প,স্বল্প এবং বিস্তর রূপে দেখা দিয়ে থাকেন। অভিনয়ে, আঙ্গিকে নতুনত্বের ছাপ রেখে চলেছেন প্রতিনিয়ত। এই অভিনেতার ব্যস্ততার কমতি নেই। ঈদের পরও নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই ব্যস্ততার ধারাবাহিকতায় এবার ‘প্রিয়তমেষু’ নামে একটি নাটকে অভিনয় করলেন। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী শশী। 


নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। সম্প্রতি পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। 

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকটির গল্প চমৎকার। আশা করি আগের মতো এ নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে।’ শশী বলেছেন, ‘আশা করছি নাটকটি দর্শকরা দেখার পরই বুঝতে পারবেন। কতটা ভালো গল্প এটি।’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

শশীর আলোয় কতটুকু আলোকিত হলো প্রিয়তমেষু দেখা যাবে টিভি পর্দায়। আপাতত অপেক্ষা। সমীকরণ মেলানো যাবে নাটক দেখার পর!

Comments