আজ রাত ৮ টায় সজল মমর "আশালতা ও মন্দবাতাসের গল্প"
রেডিও ১৬ আনা নিউজঃ
ঈদ মানেই উৎসব। আর এই উৎসবে আমরা আমাদের প্রিয় অভিনেতা সজলকে পাচ্ছি টিভির পর্দা জুড়ে।
আর সে ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রাত ৯ টায় বাংলা টিভিতে দেখা যাবে সজলের "আশালতা ও মন্দবাতাসের গল্প"। নাটকটি অবশ্যই সজল ভক্তদের জন্য একটি চমক বলাই যায়।
নাটকটিতে ফুলবর চরিত্রে অভিনয় করেছেন সজল নুর এবং আশালতা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম । আরো অভিনয় করছেন নাট্যকার আনন জামান সহ এহসানুর রাহমান ও অন্যান্য আরও অনেকেই।
আনন জামান স্যার রচিত এবং রাখাল সবুজ পরিচালিত " আশালতা ও মন্দবাতাসের গল্প " নাটকটি বাংলাদেশ টেলিভিশন নাটকে একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করছি ।
ঈদ মানেই উৎসব। আর এই উৎসবে আমরা আমাদের প্রিয় অভিনেতা সজলকে পাচ্ছি টিভির পর্দা জুড়ে।
আর সে ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রাত ৯ টায় বাংলা টিভিতে দেখা যাবে সজলের "আশালতা ও মন্দবাতাসের গল্প"। নাটকটি অবশ্যই সজল ভক্তদের জন্য একটি চমক বলাই যায়।
নাটকটিতে ফুলবর চরিত্রে অভিনয় করেছেন সজল নুর এবং আশালতা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম । আরো অভিনয় করছেন নাট্যকার আনন জামান সহ এহসানুর রাহমান ও অন্যান্য আরও অনেকেই।
আনন জামান স্যার রচিত এবং রাখাল সবুজ পরিচালিত " আশালতা ও মন্দবাতাসের গল্প " নাটকটি বাংলাদেশ টেলিভিশন নাটকে একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করছি ।
Comments
Post a Comment