প্রথম দিনের ব্যর্থ বোলিংয়ের পর দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে টাইগাররা
রেডিও ১৬ আনা নিউজ-
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।কিন্তু সেই ফিল্ডিং নেওয়ার সিন্ধান্তই যেন কাল হয়ে দাঁড়িয়েছে।বোলিংয়ে কোন চমক দেখাতে পারছে না তিন পেসার ও এক স্পিনার। প্রথম দিনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত স্কোরঃ ১/২৯৮ ব্যাটিংয়ে আছেনঃডিন এলগার(১২৮), হাশিম আমলা(৬৮)। আউট হয়েছেনঃ এইডেন মারক্রাম(৯৭)।
তিন পেসার নিয়ে টসে জিতে ফিল্ডিং করতে নেমে তেমন শুরুটা ভালো করতে পারেনি টাইগার পেসাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের কাছে নাজেহাল অবস্থা।এরপর আসে স্বস্তি। আউট হয়েছেন অভিষিক্ত অ্যাইডেন মার্ক্রাম।
অনেকটা আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হল তাকে। কেননা ৯৭ রান করে আউট হন তিনি। মাত্র ৩ রান করতে পারলেই অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় নিজের নাম লেখাতে পারতেন মার্ক্রাম।অবশ্য আউট হওয়ার আগে কাজের কাজটা ঠিকই করে
বাংলাদেশে– তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ,শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা– ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।কিন্তু সেই ফিল্ডিং নেওয়ার সিন্ধান্তই যেন কাল হয়ে দাঁড়িয়েছে।বোলিংয়ে কোন চমক দেখাতে পারছে না তিন পেসার ও এক স্পিনার। প্রথম দিনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত স্কোরঃ ১/২৯৮ ব্যাটিংয়ে আছেনঃডিন এলগার(১২৮), হাশিম আমলা(৬৮)। আউট হয়েছেনঃ এইডেন মারক্রাম(৯৭)।
তিন পেসার নিয়ে টসে জিতে ফিল্ডিং করতে নেমে তেমন শুরুটা ভালো করতে পারেনি টাইগার পেসাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের কাছে নাজেহাল অবস্থা।এরপর আসে স্বস্তি। আউট হয়েছেন অভিষিক্ত অ্যাইডেন মার্ক্রাম।
অনেকটা আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হল তাকে। কেননা ৯৭ রান করে আউট হন তিনি। মাত্র ৩ রান করতে পারলেই অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় নিজের নাম লেখাতে পারতেন মার্ক্রাম।অবশ্য আউট হওয়ার আগে কাজের কাজটা ঠিকই করে
বাংলাদেশে– তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ,শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা– ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।
Comments
Post a Comment