আজ রাত ৮ টায় এশিয়ান টিভিজুড়ে থাকছে সজল

রেডিও ১৬ আনা-

এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে আমরা পুরোটা সময় জুড়ে টিভির পর্দায় পাবো আমাদের সকলের প্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে এই কথাটিই রেডিও ১৬ আনা বরাত সজল তার ভক্তদের জানিয়েছিলেন।


সেই ধারাবাহিকতায়  আজ রাত ৮টায় এশিয়ান টিভির পর্দায় দীর্ঘ বিরতীর পর জনপ্রিয় অভিনেত্রী তিন্নিকে দেখতে পাবেন। পারভেজ আমিন এর পরিচালনায় কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নামের নাটকে সজলের বিপরীতে হাজির হয়েছেন এ অভিনেত্রী। নাটকটির শুটিং হয়েছে শ্রীমঙ্গলে।


এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাড়িয়েছেন তিন্নি। আবারো ক্যামেরার সামনে তিন্নির ফেরা নিয়ে অভিনেতা সজল বলেন, আমি চাই তিন্নির মতো অভিনেত্রী নিয়মিত কাজ করুক। ও কেন যে অভিনয় করে না, বুঝি না!





নাটকটির গল্প নিয়ে পরিচালক পারভেজ আমিন বললেন, একজন চিত্রশিল্পী (সজল) এসেছেন শ্রীমঙ্গলের একটি রিসোর্টে। বছর কয়েক আগে চিত্রশিল্পীর স্ত্রী মারা গেছেন এই রিসোর্টেই। একই সময়ে বাচ্চাসহ তিন্নিও এসেছেন বেড়াতে। পূর্বপরিচিত সজল ও তিন্নির দেখা হয় অনেক দিন পর। তাঁদের পুরোনো স্মৃতি ও নতুন নানা ঘটনা নিয়েই এগিয়েছে।


Comments