RJ নিচ্ছে রেডিও ১৬ আনা

Radio 16 aana একটি সোশ্যাল রেডিও।

সবাইকে জানাচ্ছি যে রেডিও ১৬ আনা ৫ জন RJ + Page Admin + Group Admin নিবে। কোনো অফিস নেই, প্রথম ৬ মাস বাসায় থকেই কাজ করার সুযোগ।



Job responsibilities :

- স্টুডেন্ট হতে হবে।
- ল্যাপটপ এবং কম্পক্ষে 3mbps স্পিডের ইন্টারনেট সংযোগ থাকতে হবে বাড়িতে / WI FI সংযোগ।
- কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
- কমিউনিকেশন পাওয়ার ভালো হতে হবে।
- মিডিয়া সম্পর্কে ভালো ধারনা।
- রেডিও ১৬ আনার সকল নিয়ম মানা।
- সময়ের সাথে যা কাজ দরকার হয়।
- ৪ জন মেয়ে নিচ্ছি।

Job facilities :

- একটি আইডি কার্ড দেয়া হবে।
- সেলারি প্রথম ৬ মাস দেয়া হবে না। কারন আপনি বাড়ি থকেই কাজ করছেন। এবং ফেসবুকেই শুধু কাজ।
- রেডিও ১৬ আনার সাথে থেকে আপনার যোগাযোগ বাড়ানো।
- বাকি অবস্থা বুঝে যদি কোনো Facilities দেয়া হয়, তবে সেটিও আপনি পাবেন।

Location :

- ঢাকার হতে হবে
- মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আসাদগেট, মিরপুর, আশেপাশের এলাকা।

আমরা সকলেই এখানে স্টুডেন্ট নিয়ে কাজ করছি। একটি স্টুডেন্টের সকল সুযোগ সুবিধা আপনাকে দেয়া হবে।

আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তবে অতিসত্বর যোগাযোগ করুন।

Facebook : https://www.facebook.com/radio16aana/
Email : radio16aana@gmail.com
phone: +8801910974662

Comments