ভক্তদের চমক দিতে ঈদে সজলের "মন্দ বাতাসের গল্প"
রেডিও ১৬ আনা নিউজ -
আর সে ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে আমরা পুরোটা সময় জুড়ে টিভির পর্দায় পাবো আমাদের সকলের প্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। ঈদের চতুর্থ দিনে রাখাল সবুজের পরিচালনায় "মন্দ বাতাসের গল্প" নাটক নিয়ে সজল তার ভক্তদের একটি চমক দিতে চলেছেন। ভক্তরা নাটকটি দেখতে পাবেন বাংলা টিভির পর্দায়।
রেডিও ১৬ আনার সাথে সাক্ষাৎকালে সজল বলেছেন "নাটকটি আমার ভক্তদের জন্য একটি চমক, কারন এর আগে আমি এমন চরিত্রে অভিনয় করিনি, আমার চরিত্রটি একটি লাঠিয়ালের"
নাটকটির গল্প সমন্ধে জানাগেছে একজন লাঠিয়াল তার গ্রামে খেলতে গিয়ে প্যারালাইজড হয়ে পরেন, অতঃপর অভাবের এই সংসার ঘুছাতে স্ত্রী বিদেশ পাড়ি দেয় সুখের আশায় কিন্তু সুখ আর ফিরে আসে না। সজলের স্ত্রী হিসাবে অভিনয় করেছেন মম।
Comments
Post a Comment