বাবার সামনেই ভবন থেকে পড়ে ছেলের মৃত্যু

রাজধানীর ধানমণ্ডি এলাকায় বাবার সামনে ভবন থেকে পড়ে ছেলে মারা গেছে। তার নাম নাজমুল ইসলাম (১৭)। শনিবার দুপুর ২টার দিকে ধানমণ্ডি ৬ নম্বর রোডের ঈদগাহ মসজিদ সংলগ্ন নির্মানাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে বিকাল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। 
জানা গেছে, নিহত নাজমুলের বাবার নাম আক্কাস আলী। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রাধানগর গ্রামে। তারা বাবা ও ছেলে দু’জনই নির্মাণ শ্রমিক। বর্তমানে তারা দু’জন ধানমণ্ডি ৬ নম্বর রোডের ঈদগাহ মসজিদ সংলগ্নে বাহার উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজ করার সময় ছেলে নাজমুল ইসলাম ৮ তলা ভবনের ৬ তলা থেকে তার বাবা আক্কাস আলীর সামনেই নিচে পড়ে যায়।
প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢামেক হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

Comments