ঈদে বিশেষ আকর্ষণ অন্তুর "নাম না দেয়া কাব্য"
রেডিও ১৬ আনা নিউজঃ
ঈদ মানেই উৎসব। আর এই উৎসব আরও আনন্দময় হয়ে উঠে যখন আমরা আমাদের ভালবাসার মানুষটিকে মনে করি দুইটি গানের লাইনের মাধ্যমে।
ঈদ মানেই উৎসব। আর এই উৎসব আরও আনন্দময় হয়ে উঠে যখন আমরা আমাদের ভালবাসার মানুষটিকে মনে করি দুইটি গানের লাইনের মাধ্যমে।
আর সেই কাজটি এইবারের ঈদে করেছেন প্রয়াত লাকি আখন্দের প্রিয় ছাত্র গায়ক অন্তু গুলান্দাজ। এইবারে ঈদে মুক্তি পাচ্ছে সেলিম খানের প্রযোজনায় অন্তুর ভিডিও গান "নাম না দেয়া কাব্য"। মিডিয়া পার্টনার হিসাবে আছে রেডিও ১৬ আনা। এবং গানটি আগামী পুরো মাস জুড়ে থাকছে রেডিও ১৬ আনার প্লে লিস্টে।
অন্তুর সাথে সাক্ষাৎ কালে তিনি রেডিও ১৬ আনাকে বলেছেন "এখনকার যুগে গানে হামিং এর ব্যবহার কম।আমি মিউজিকের পরিবর্তে হামিং দিয়ে শ্রোতাদের ভিন্ন অনুভুতির উপলব্ধি করানোর চেষ্টা করেছি। এই কনসেপ্টটা আমার গুরু প্রয়াত লাকী আখন্দে্র। গানে সহজ সুর, সহজ বাদ্য অাসলে ৮০/৯০ দশকের একটা মেলোডিকে আমার মাঝে লালন করে তার একটি বহি:প্রকাশ এই গানটি।"
গানটি এইবারের ঈদে সকলের বিশেষ আকর্ষণ হয়েই থাকবে বলে আশা করছেন সকলেই, সঙ্গিতার ব্যানারে গানটির গীতিকার হামিদা অরিন্তা, সুর এবং কন্ঠ অন্তু গুলান্দাজ নিজেই, পরিচালনা করেছেন এস এ অপূর্ন। ভিডিও গানটিতে মডেল হিসাবে ছিলেন শাহী প্রমা এবং সৌরভ আহমেদ।
Comments
Post a Comment