সাড়া ফেলেছে প্রত্যয়ের "মানে না মন" (ভিডিওসহ)

রেডিও ১৬ আনা নিউজ -

অবশেষে দেখা পাওয়া গেলও প্রত্যয় খানের "মানে না মন"। গানটি ইতিমধ্যে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। 

প্রত্যয় খান দেশের তরুনদের মাঝে অন্যতম সেরা গায়ক, যার ভক্তসংখ্যা দেশের প্রত্যেকটি জায়গায় ছেয়ে গেছে। গানটি রিলিজ হওয়ার পরেই ইতিমধ্যে ইউটিউবে ৩১ হাজার ৮'শত ৮৬ বার দেখা হয়েছে। পাচ্ছে সকলের সাধুবাদ। তানজীব থেকে নিয়ে হৃদয় খান সকলেই মুগ্ধ "মানে না মন" গানটির ভিডিওতে। 

একটি ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে এই গানটির ভিডিও... গানের প্রত্যেকটি লাইন, সুর সকলের মন কেড়েছে। 

"মন মানে না" গানটির সাথে যারা যারা আছেন এক নজরে দেখে নেই, গেয়েছেঃ প্রত্যয় খান, টিউন এবং মিউজিক ঃ প্রত্যয় খান নিজেই, ভিডিওটিতে অভিনয় করেছে, প্রত্যয়, মিতিল ফারুক, হাসিব এবং শাহিন, ভিডিওটির ডিরেকশন দিয়েছেন সমিত্রো ঘোষ ইমন। 

আগামি পুরো মাস জুরেই "মানে না মন" থাকছে রেডিও ১৬ আনার ট্র্যাক লিস্টে... 


Comments