সন্তানের মুখ দেখেননি সজল-তিশা !

দেশে জনপ্রিয় হচ্ছে ছোট পর্দার তারকারা, আর সেই ছোট পর্দা বলতেই আমাদের প্রথম যেই নামটি মাথায় আসে সেটি হচ্ছে জনপ্রিয় মডেল-অভিনেতা আব্দুন নূর সজল। বহুদিন ধরেই বিশেষ উৎসবের নাটক ও টেলিছবির প্রিয় মুখ হয়ে উঠেছেন এই অভিনেতা। 



বর্তমানে তিনি ঈদের বেশ কয়েকটি নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি এই অভিনেতা কাজ করছেন তার পরবর্তি ঈদের নাটক ‘মৃদুমন্দ ভালোবাসা’ নামের নতুন এক গল্পে যেখানে কমল চরিত্রে সজল এবং শায়লা চরিত্রে রূপদান করেছেন তিশা। 

সোমেশ্বর অলির রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান।  নাটকটি প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী ও রাসেল আলম। 

রেডিও ১৬ আনার সাথে কথা বলার সময় এই অভিনেতা জানিয়েছেন, নাটকের গল্পটি তার কাছে একটু ভিন্ন মনে হয়েছে এবং গল্পটি মুলত সম্পর্কের উপর জোর দিয়েই তৈরি করা হয়েছে। 



নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘এ সময়ে ডিভোর্সের ঘটনা বেশি পরিলক্ষিত হচ্ছে। এটি কাম্য নয়। একটি সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য দু’জনের আন্তরিকতাই যথেষ্ট, নাটকে এটিই দেখানোর চেষ্টা করেছি আমরা।’ 

ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। সজল-তিশা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আজিজুর রহমান আজাদ, কেয়া রহমান, মাহমুদা আক্তার নিশা, মাধবী লতা, নাফিজ নাজমুল প্রমুখ। আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘মৃদুমন্দ ভালোবাসা’।

Comments