সাড়া ফেলেছে রেডিও ১৬ আনার "বাউল মেলা" (ভিডিও)

জমে উঠেছে রেডিও ১৬ আনার নতুন প্রোগ্রাম "বাউল মেলা", বাংলার প্রতি তরুণদের ভালোলাগা জাগাতেই এই উদ্যোগ। 

গত জুন মাসের ২২ তারিখে এই সোশ্যাল রেডিওটি তাদের যাত্রা শুরু করে, ইতিমধ্যেই তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছে রেডিওটি। এই মাধ্যমটির মূল কথা হচ্ছে গ্রাম বাংলার জন্য কাজ করা। এবং দেশের সকল তরুণদের উৎসাহিত করা তারাও যেনো গ্রাম ও বাংলার মানুষের জন্য কাজ করে। সেই লক্ষ্যকে সামনে রেখেই তাদের এই আয়োজন "বাউল মেলা"।



বাউল মেলার প্রথম পর্বটি ইতিমধ্যে তরুণদের মন কেড়েছে, এবং ১০ হাজারের ও বেশি মানুষ দেখেছে এই প্রোগ্রামটি এবং জানিয়েছে তাদের ভালো লাগার কথা। 

রেডিও ১৬ আনার CEO এর সাথে কথা বলে জানা গেছে "তারা দেশের তরুণদের নিয়ে গ্রাম বাংলার জন্য কাজ করতে চায়, দেশের ঐতিহ্য রক্ষা করতে চায় এবং ভিন দেশী কালচার থেকে দেশের তরুণদের দেশীয় কালচারে উৎসাহ দিতে পারাটাই তাদের মূল লক্ষ্য"



কথা বলে আরও জানা গেছে রেডিও ১৬ আনা পরিবার মনে প্রাণে বিশ্বাস করে আমার দেশ আমার গর্ব, গ্রাম বাংলা আমার ঐতিহ্য। রেডিও ১৬ আনা ১০০ ভাগ স্বাধীনতায় বিশ্বাসী। আমাদের মূল এবং প্রধান লক্ষ্য গ্রাম বাংলার আওয়াজ, গ্রাম বাংলার মানুষের আওয়াজই আমাদের প্রধান শক্তি






Comments