রেডিও ১৬ আনায় আসছে "ভুতুরে রাত"
রেডিও ১৬ আনায় শীঘ্রই আসছে নতুন প্রোগ্রাম "ভুতুড়ে রাত"।
আপনিও পাঠাতে পারেন আপনার সাথে
ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা অথবা আপনিও আমাদের শুনাতে পারেন কোনো গল্প। যদি আমাদের সাথে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন।
এছাড়াও আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে বা আপনি নিজে যদি কোনো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করতে পারেন।
১. অবশ্যই ঘটনাটি সত্য বাস্তব ভিত্তিক হতে হবে।
২. অবশ্যই voice recording এর মাধ্যমে গল্পটি আমাদের কাছে রেকর্ড করে পাঠাতে হবে।
৩. Mp3 ফরমেট করে পাঠাবেন। মোবাইলে রেকর্ড করলেই হবে।
ভালো গল্প যারা বলতে পারবে তাদের রেডিও ১৬ আনার পক্ষ থেকে#best_story_teller_certificate দেয়া হবে। সাথে থাকবে পুরস্কার।
নিচে আমাদের পেইজ লিংক এবং ইমেল অ্যাড্রেস দেয়া আছে। আপনি গল্পটি শেয়ার করতে চাইলে আমাদের পেইজ বা ইমেল অ্যাড্রেস এ পাঠাতে পারেন।
Radio 16 Aana (www.facebook.com/radio16aana) অথবা
radio16aana@gmail.com
Comments
Post a Comment